ঈদুল ফিতর উপলক্ষে সেতু’র বস্ত্র বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেতু’র উদ্যোগে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন হাজরাহাটী শাখা অফিস প্রাঙ্গনে হাজরাহাটী, সাতগাছী, বেলগাছী, ফকিরাবাদ, কেউপুর, বাবুইপাড়া, মশান গ্রামের ৫শ‘ দুস্থ নারী-পুরুষের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সেতু’র সভাপতি মোঃ শহিদুল্লাহ শেখ, সহ-সভাপতি উজ্জ্বল কুমার দেবনাথ, সাবেক সভাপতি মোঃ ওমর আলী, সংস্থার নির্বাহী পরিচালক এম এ কাদের,…