বেসরকারী উন্নয়ন সংস্থা সেতু ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিদিন বিনামূল্যে খাদ্য বিতরণ করছে। প্রতিদিনের ন্যায় আজ ও ঢাকার শেরে বাংলা নগর, তেজগাঁও, রমনা ও মতিঝিল থানার বিভিন্ন এলাকা ঘুরে বিতরণ করা হয় রান্না করা খাদ্য ও সুপেয় পানি। সেতু’র সাথে একযোগ হয়ে কাজ করছে সেতু, নাগরিক উদ্যোগ, পিএইচএম এবং উন্নয়ন ধারা ট্রাষ্ট।
সেতু’র নির্বাহী পরিচালক জনাব এম এ কাদের বলেন এমন পরিস্থিতি সাধারণ মানুষ বাইরে বের হচ্ছে না। সেখানে রিক্সাওয়ালা, দিন মজুরসহ রাস্তায় বসবাসকারী অনেক ব্যক্তি না খেয়ে দিন যাপন করছে। আবার সাহায্যের ত্রাণ ও অনেকে পাচ্ছে না। প্রতিদিন ঘুরে ঘুরে কোন মানুষ যেন না খেয়ে থাকে তারই উদ্যোগ হিসেবে আমরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করে যাচ্ছি।
সেতু উদ্যোগী হয়ে এ উদ্যোগ গ্রহণ করলে পরবর্তীতে নাগরিক উদ্যোগ, পিএইচএম এবং উন্নয়ন ধারা ট্রাষ্ট এ উদ্যোগের সাথে একত্রিত হন। যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান আমাদের সাথে একত্রিত হয়ে এ সকল মানুষের পাশে দাড়াতে পারে। অনাহারে যেন কোন মানুষের প্রাণ না যায় সেদিকটাও আমাদের প্রাধান্য দেওয়া উচিত।
সকলের সহযোগিতা ও প্রচেষ্টায় আমরা এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি।
সেতু’র এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দুঃস্থ মানুষদের সহযোগিতায় সেতু’র এ কার্যক্রমে অংশীদার আপনিও হতে পারেন।
নূন্যতম একজন ব্যক্তির আহারের দায়িত্ব নিয়ে আপনার অনুদান পাঠাতে পারেন।